খেলা

নিজের অবসর নেওয়ার কারণ জানালেন যুবি

১০ জুন ২০১৯ দীর্ঘ প্রায় দু দশকের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। ২০১১ ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন যুবি। তারপরই ক্যান্সারে আক্রান্ত হন তিনি। মারণ রোগকে হারিয়ে ফের ক্রিকেটে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে ফর্মের ওঠা পড়ার কারণে দলে নিয়মিত জায়গা পাকা করতে পারেননি যুবরাজ। অবশেষে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন যুবি, সেটা তার অবসরের সাংবাদিক সম্মেলন দেখেই বোঝা গিয়েছিল। তিনি বলেন, ‘জীবন যখন গতিসর্বস্ব হয়ে ওঠে, তখন অনেক কিছুই বোঝা যায় না। আমি ২-৩ মাস বাড়িতে বসেছিলাম। তখন আমার মনে হয়েছিল ক্রিকেট আমাকে আর মানসিক দিক থেকে সাহায্য করছে না। আমার কেবলই মনে হত, কবে অবসর নেব। অবসর নেওয়া কি সত্যিই উচিত? তা হলে কি আমি অবসর নিয়েই ফেলব না কি আরও একটা মরসুম খেলব?এ সব চিন্তাই ঘুরপাক খেত। বিশ্বকাপের দলে ব্রাত্য। তাই সিদ্ধান্ত নিই ক্রিকেটকে ছেড়ে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছে।’