দেশ

পরাজিত মুখ্যমন্ত্রী জোরামথাংগা, মিজোরাম জয়ী জেডপিএম, ব্যর্থ কংগ্রেস, বিজেপি পেল ২

দল তো ক্ষমতাচ্যুত হলই৷ ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মতো উত্তর পূর্বের মিজোরামেও পালাবদল হল৷ মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-কে সরিয়ে ক্ষমতা দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতোই এবার নিজেই হেরে গেলেন মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাংগা৷ আইজল পূর্ব-(১) কেন্দ্র থেকে জেডপিএম প্রার্থী লালথানসাংগার কাছে ১৩৫ ভোটে পরাজিত হয়েছেন৷ মিজোরামে যে পালাবদল হচ্ছে, তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে৷ ৪০ আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ২১টি আসন৷ সেখানে ইতিমধ্যেই ২৬টি আসনে জয়ী হয়েছে জেডপিএম৷ অন্যদিকে ক্ষমতাসীন এমএনএফ জয়ী হয়েছে ১১টি আসনে৷মিজোরামে সরকার গঠন দূরে থাক, নির্ণায়ক ভূমিকা নিতেও ব্যর্থ কংগ্রেস৷ শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ১টি আসন দখল করেছে কংগ্রেস৷ বরং ১৩টি আসনে লড়ে ইতিমধ্যেই ২টি আসন জিতে নিয়েছে বিজেপি৷