জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ এবার থেকে অনলাইনে টিকিট কাটতে গেলে দিতে হবে বেশি টাকা।কারন অনলাইনে রেলের টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে রেল সূত্রে। এই বিষয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন রেল বোর্ডের কর্তারা। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফিরিয়ে আনা হবে সার্ভিস চার্জ। গত তিন বছর ধরে অনলাইনে রেলের টিকিট কাটার জন্য কোন সার্ভিস চার্জ দিতে হতো না। এখন থেকে এই অনলাইনে টিকিট এর উপরে সার্ভিস চার্জ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আইআরসিটিসি। অনলাইনে টিকিট কাটার উপরে মানুষকে উৎসাহিত করতে সার্ভিস চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। সার্ভিস চার্জ তুলে দেওয়ার পর ভারতীয় রেল দাবি করেছিল যে অনলাইনে টিকিট বিক্রির হার অনেকটাই বেড়েছে। তিন বছরের প্রমোশনের পর ফের সার্ভিস চার্জ ফিরিয়ে আনার সিদ্ধান্ত রেলের। চলতি মাসের শুরুতেই রেল বোর্ডের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে তা নিয়ে কোন সিদ্ধান্ত এখনই নেয়নি আইআরসিটিসি। কেবল তাই নয় কোন শ্রেণীর টিকিটের ক্ষেত্রে কত সার্ভিস চার্জ নেওয়া হবে সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি বলে জানিয়েছে আইআরসিটিসি। তবে বিশেষ সূত্রে জানা গেছে এসির ক্ষেত্রে ৪০ টাকা এবং নন এসির ক্ষেত্রে ২০ টাকা বাড়ানো হবে।