জেলা

অবশেষে করোনা মোকাবিলায় রাজ্যকে ৫০৫ কোটি টাকা দিল কেন্দ্র

রাজ্যের বকেয়া ২৫ হাজার কোটি টাকার মধ্যে একটা অংশ রাজ্য সরকারের হাতে তুলে দিল কেন্দ্রে মোদি সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাজস্ব ঘাটতি মেটাতে কেন্দ্র বরাদ্দ করেছে ৪১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। পাশাপাশি বিপর্জয় মোকাবিলা ত্রাণ তহবিল থেকে বাংলার খাতে বাংলার খাতে বরাদ্দ করা হয়েছে ৫০৫ কোটি টাকা। রাজ্যে করোনা মোকাবিলায় রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। সেকথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজও চেয়েছিলেন। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের ঘোষণার ১১০৯২ কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে ৫০৫ কোটি টাকা ৷ সবচেয়ে বেশি টাকা পাচ্ছে মহারাষ্ট্র ৷ এই রাজ্যকে দেওয়া হচ্ছে ১৬১১ কোটি টাকা ৷ কেরালা পাচ্ছে ১৫৭ কোটি টাকা ৷ উত্তরপ্রদেশ পাচ্ছে ৯৬৬কোটি টাকা । ওড়িশা ৮০২ কোটি, রাজস্থান ৭৪০ কোটি, বিহার ৭০৮ কোটি, গুজরাত ৬৬২ কোটি ও মধ্যপ্রদেশ পাচ্ছে ৯১০ কোটি টাকা ৷ অন্ধ্রপ্রদেশ এই তহবিল থেকে পাচ্ছে ৫৫৫ কোটি টাকা। তামিলনাড়ু ৫১০ কোটি, উত্তরাখণ্ড ৪৬৮ কোটি, অসম ৩৮৬ কোটি, ছত্তিশগড় ২১৬ কোটি, হরিয়ানা ২৪৫ কোটি, হিমাচল প্রদেশ ২০৪ কোটি, ঝাড়খণ্ড ২৮৪ কোটি, কর্নাটক ৩৯৫ কোটি, পঞ্জাব ২৪৭ কোটি, তেলাঙ্গানা ২২৪ কোটি, অরুণাচল প্রদেশ ১২৫ কোটি, মনিপুর ২১ কোটি, মেঘালয় ৩৩ কোটি, মিজোরাম ২৩ কোটি, নাগাল্যান্ড ২০ কোটি ও ত্রিপুরা পাচ্ছে ৩৪ কোটি টাকা ৷