জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ ২৯ শে জুলাই প্রশান্ত কিশোরের “দিদিকে বলো” আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে কেটে গেছে প্রায় ১১ দিন। ৯১৩৭০৯১৩৭০ এই নম্বরে আজ পর্যন্ত “দিদিকে বলো“-তে অভিযোগের সংখ্যা প্রায় ৫ লক্ষের মতো। এই টোল ফ্রি নাম্বার-এ এখনও পর্যন্ত ফোন করেছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। এরমধ্যে ৬০ শতাংশ অভিযোগই তৃণমূল কংগ্রেস দলের অভন্তরীন বিভিন্ন সমস্যা নিয়ে। বাকি ৩০ থেকে ৪০ শতাংশ অভিযোগ এসেছে স্থানীয় সমস্যা নিয়ে।
প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের এমনই দাবি। জানা গেছে প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পরামর্শ দিয়ে বলেছেন –
১) বিজেপির সম্পর্কে তিনি যেন কোন মন্তব্য না করেন।
২) বিভিন্ন জনসভা বা অনুষ্ঠানে তার বক্তব্যে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্পর্কে যেন কোন বক্তব্য না থাকে।
৩) তিনি যেন ভোটের কথা ভেবে যেন কোন কাজ না করেন।
ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় মন্ত্রী বিধায়কসহ অন্যান্য জন প্রতিনিধিরা “দিদিকে বলো” প্রগ্রাম নিয়ে মাঠে নেমে পড়েছেন। তারা তাদের নিজ নিজ এলাকায় প্রচার শুরু করেছেন। সেখানে সাধারণ মানুষের বাড়িতে রাতের খাবার খাচ্ছেন, থাকছেন এবং জনসংযোগ করছেন এবং তাতে সাড়াও মিলছে ভালো। এখন দেখার প্রশান্ত কিশোর ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কতটা অক্সিজেন এনে দিতে পারে।