দেশ

অসমে বড়সড় জঙ্গি হামলা বানচাল, কুখ্যাত উলফা জঙ্গি গ্রেফতার

গুয়াহাটি: অসমের তিনসুকিয়ায় বড়সড় জঙ্গি নাশকতার ছক ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী৷ মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিশেষ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসমের (উলফা) এক জঙ্গিকে গ্রেফতার করে৷ তার হেফাজত থেকে ১০ কেজি মারাত্বক বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী৷ এই গ্রেফতার এবং প্রচুর বিস্ফোরক উদ্ধারে তিনসুকিয়া বড়সড় জঙ্গি হামলা বানচাল করে দেওয়া গিয়েছে বলে সেনাবাহিনীর পক্ষে দাবি করা হয়েছে৷গোয়েন্দা সুত্রে খবর পেয়ে এদিন ভারতীয় সেনাবাহিনী এবং তিনসুকিয়া পুলিশ চিক্রজন এলাকায় বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি অভিযান চালায়৷ এই অভিযানে প্রচুর মোবাইল গাড়ি ব্যবহার করা হয়েছিল৷ ব্যাপক খানা-তল্লাশির সেনাবাহিনী এবং পুলিশের একটি দল স্বংম্ভু সার্জেন্ট সাবদো অসম ওরফে জোনকি বোরাকে গ্রেফতার করে৷এই যৌথ অভিযানে ওই দলটি প্রচুর পরিমাণে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, ডিটোনেটর এবং রিমোট কন্ট্রোল উদ্ধার করে৷ সেনাবাহিনী জানাচ্ছে, উদ্ধার হওয়া বিস্ফোরক খুবই বিপজ্জনক এবং মারাত্বক রাসায়নিক টিএটি৷ বিস্ফোরকটির ওজন ১০ কেজি৷ এই বিস্ফোরক দিয়ে একটা ছোট শহরকে উড়িয়ে দিতে খুব বেশি সময় লাগত না৷সেনাবাহিনীর এক শীর্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উলফা রাজ্যের যে কোনও বড় আক্রমণ হতে পারে বলে গোয়েন্দা ইনপুট ছিল৷ গোয়েন্দা বার্তায় বলা হয়েছিল, উলফার জঙ্গিরা উচ্চ আসামে সেনাবাহিনীর উপর একটি বড় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ সেই তথ্যে ভিত্তিতে এদিন অভিযান চালানো হয়৷ উলফা জঙ্গি বোরা গ্রেপ্তারের কারণে জঙ্গিদের পরিকল্পনা বানচাল করা গিয়েছে৷ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েক দিন ধরে আপার অসমে উলফা-আই এর বিরুদ্ধে একটি ফ্রন্ট খুলছিল। এত বড় পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং একটি শক্ত জঙ্গি গ্রেপ্তার উলফার কোমর ভাঙতে পারা গিয়েছে বলে মনে করা হচ্ছে।