কলকাতা

অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জরুরী অবস্থায় শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। বর্তমানে আইসিসিইউতে রেখে তাঁর এই মুহূর্তে কী কী সমস্যা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে হাসপাতাল জানা গেছে। সূত্রের খবর বুদ্ধদেব ভট্টাচার্য-এর অবস্থা সঙ্কটজনক। বেশ কিছু দিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । গতকাল থেকেই তা গুরুতর অবস্থা ধারণ করে। প্রচণ্ড শ্বাসকষ্ট সঙ্গে রক্তচাপ অত্যধিক কমে যায়। বুদ্ধবাবুর পারিবার সূত্রে খবর, এ দিন তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়। পারিবারিক চিকিৎসক সি পি আই এম নেতা ডক্টর ফুয়াদ হালিম তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এবং তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বুদ্ধবাবুকে সঙ্গে সঙ্গেই আইসিসিইউ-তে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন রাজ্যপাল জগদীশ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন বুদ্ধবাবুর স্ত্রী এবং মেয়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সহ ও অন্যান্য নেতারা।