কলকাতা

আইনজীবী রজত দে খুনে জামিন স্ত্রী অনিন্দিতার

কলকাতাঃ স্বামীকে খুনের অভিযোগে ঠাই হয়েছিল কারাগারে৷ অবশেষে জামিন পেলেন অনিন্দিতা পাল৷ মঙ্গলবার বারাসত আদালত তাঁর জামিন মঞ্জুর করে৷ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান৷ তারপর দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরলেন আইজীবী অনিন্দিতা৷ যদিও তার পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত৷প্রায় ১০ মাস আগে ২০১৮ সালের ২৫ নভেম্বর কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত কুমার দে খুন হন৷ তার স্ত্রী অনিন্দিতা পালের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠে৷ যিনি নিজেও একজন আইনজীবী৷ মৃত্যুর চারদিন পরে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে পুলিশ৷ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, রজতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে৷ প্রাথমিক অনুমান শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে৷ সেদিন গভীর রাতে নিউটাউনের ডিবি ব্লক থেকে আইনজীবী রজত কুমার দে-কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তখন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়েছিল৷এরপরই রজতের বাবা সমীর কুমার দে পুলিশের কাছে খুনের অভিযোগ করেন৷ রজতের স্ত্রী, শ্যালক, শ্বশুর ও শাশুড়ী এই চার জনের নামে নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ এরা হল অনিন্দিতা পাল দে, অলোক পাল,অভীক পাল ও শ্রাবণী পাল৷ মৃত আইনজীবীর বাবা সমীর কুমার দে বিধাননগর আদালতে আবেদন করেছিলেন রজতের ময়নাতদন্ত যাতে একজন ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে হয় এবং ভিডিওগ্রাফি করা হয়৷ আদালতের নির্দ্দেশ মত সেই সময় ময়না তদন্ত হয়৷