কলকাতা

আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়ে দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ গোটা রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসলে সক্রিয় মৌসুমী অক্ষরেখার সঙ্গে উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর জেরে আগামী ৪৮ ঘণ্টা গোটা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। শুধু তাই নয়, নিম্নচাপ রয়েছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের উপরে। জামশেদপুর, দিঘা হয়ে মৌসুমি অক্ষরেখা নিম্নচাপ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতা ছাড়াও বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।