২৩ মার্চ বিকেল ৫টে থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন
কলকাতাঃ কলকাতা সহ দেশের ৭৫টি জায়গায় সোমবার বিকেল থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত সমস্ত কিছু বন্ধ রাখার প্রস্তাব দেয় কেন্দ্র ৷ নবান্নের তরফে সেই সিদ্ধান্ত নিয়ে গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করে আপাতত ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷ আগামীকাল অর্থা সোমবার বিকেল ৫টা থেকে লকডাউন হয়ে যাচ্ছে কলকাতা-সহ সমস্ত পুরশহরগুলি। ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত থাকবে এই লকডাউন পরিস্থিতি। লকডাউনে মিলবে শুধুমাত্র অত্যাবশ্য়কীয় পণ্য। ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে৷ কেন্দ্রের সঙ্গে মুখ্যসচিবদের পরামর্শে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কিন্তু সারা দেশে যাত্রীবাহী রেল ও মেট্রো পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলার কোন কোন জায়গা লক ডাউন থাকবে –
১) কোচবিহার- জেলা সদর শহর
২) আলিপুরদুয়ার- জেলা সদর শহর , জয়গাঁ
৩) জলপাইগুড়ি- জেলা সদর শহর
৪) কালিম্পং- জেলা সদর শহর
৫) দার্জিলিং- দার্জিলিং, কর্শিয়াঙ, শিলিগুড়ি
৬) উত্তর দিনাজপুর- পুরো জেলা
৭) দক্ষিণ দিনাজপুর- জেলা সদর শহর
৮) মালদা- পুরো জেলা
৯) মুর্শিদাবাদ- পুরো জেলা
১০) নদিয়া- পুরো জেলা
১১) বীরভূম- সমস্ত পুরসভা এলাকা
১২) পশ্চিম বর্ধমান- পুরো জেলা
১৩) পূর্ব বর্ধমান- জেলা সদর শহর, কালনা, কাটোয়া
১৪) পুরুলিয়া- জেলা সদর শহর
১৫) বাঁকুড়া- জেলা সদর শহর, বরজোড়া, বিষ্ণুপুর
১৬) পশ্চিম মেদিনীপুর- জেলা সদর শহর,খড়্গপুর শহর, ঘাটাল শহর
১৭) ঝাড়গ্রাম- জেলা সদর শহর
১৮) পূর্ব মেদিনীপুর- জেলা সদর শহর , হলদিয়া, দিঘা, কোলাঘাট, কাঁথি
১৯) হাওড়া- পুরো জেলা
২০) হুগলি- জেলা সদর শহর,চন্দননগর, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, আরামবাগ
২১) দক্ষিণ ২৪ পরগণা- ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙড়, বজবজ, মহেশতলা
২২) উত্তর ২৪ পরগণা- সল্টলেক, নিউ টাউন-সহ সমস্ত পুর এলাকা
২৩)কলকাতা- পুরো কর্পোরেশন এলাকা






