কলকাতাঃ মহিলাদের নিরাপত্তায় আরও জোর দিচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বন্ধু অ্যাপ নতুন চেহারায় নিয়ে এসেছে লালবাজার। আজ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ৬৭ টি নতুন গাড়ির উদ্বোধন করবেন । লাল বাজার সূত্রের খবর টহলদারি গাড়ি ছাড়াও মোটরবাইক ও থাকবে এর সাথে । শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে এই মোটরবাইক এবং গাড়ি ,লাল বাজারে এক কর্তারা বলেন মহিলারা শহরের কোনো প্রান্তে অসুবিধায় পড়লে ১০০ নম্বরে ডায়েল করলে পুলিশ দ্রুত গাড়ি বা মোটরবাইক নিয়ে পৌঁছে যাবে ঘটনা স্থলে । এছাড়া বছরদুয়েক আগে নাগরিকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ। সেই ‘বন্ধু’ এবার নতুন চেহারায় নিয়ে এল লালবাজার। এই অ্যাপ এ পুরনো সুবিধাগুলি তো থাকছেই আরও সহজ এবং সরলীকৃত করা হয়েছে। তাছাড়া সঙ্গে থাকছে একাধিক নতুন সুবিধে। কলকাতার রাস্তায় নেমেছে ‘দ্য উইনার্স’- কলকাতা পুলিশের মহিলা কর্মীদের বিশেষ দল। যাঁরা মোটরসাইকেলে চড়ে নিয়মিত নজরদারি চালাচ্ছে শহরের এ মাথা থেকে ও মাথা। যাঁদের মূল লক্ষ্য ইভটিজিং-এর মতো অপরাধকে দমন করা। পুরুষ পুলিশকর্মীর পাশাপাশি মহিলা পুলিশকর্মীরাও কলকাতা শহরের রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মূলত মহিলাদের স্কুল-কলেজ চত্বর ও যেখানে মহিলাদের বিপদে পড়ার সম্ভাবনা বেশি এমন জায়গায় এই প্রমিলা বাইক বাহিনীর কর্মীরা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । শহরের মেয়েরা স্কুল কলেজে যাওয়া আসার সময় যাতে ইভটিজিং, শ্লীলতাহানি,ছিনতাইয়ের শিকার না হন সেই দিকেও বিশেষ নজর ‘দ্য উইনার্স’- কলকাতা পুলিশের মহিলা কর্মীদের বিশেষ দলটির।
লালবাজার সূত্রে খবর, দিন বা রাত কোনও সময়ই মহিলারা যাতে বিপদের মুখে না পড়েন, তার জন্যই তৈরি করা হয়েছে এই বাহিনী। এই বাহিনীতে থাকছে প্রায় ৪০টি স্কুটি। তার মধ্যে দশটি ‘উইনার্স’-এর নতুন টিম। একই সঙ্গে এই বাহিনীতে থাকছে আরও কুড়িটি টহলদার গাড়ি। এ ছাড়াও সাতটি ‘শক্তি’-র গাড়িও থাকছে। কলকাতার ৯টি ডিভিশনে এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে গাড়ি ও স্কুটিগুলিকে, যাতে প্রায় প্রত্যেকটি থানা এলাকায় সেগুলি তৈরি থাকে। সম্প্রতি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে নারী ও বৃদ্ধ-বৃদ্ধাদের সুরক্ষার জন্য নতুনভাবে তৈরি হওয়া কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপে রয়েছে ‘প্যানিক বাটন’। এতে হাতে গেলেই সরাসরি ১০০ ডায়ালে কলটি সংযুক্ত হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই লালবাজার থেকে আসবে ফোন। কোনও মহিলা এই প্যানিক বাটনে হাত দেওয়ার পর তাঁর সমস্যার কথা বললেই লালবাজারের পক্ষ থেকে এই নারী সুরক্ষা বাহিনীকে জানানো হবে।