বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছিল কর্মচারী ও অফিসারদের সংগঠনগুলি। কিন্তু সেখানে কোনও সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের পথেই হাঁটতে চলেছে ইউনিয়নগুলি। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার ২দিনের ব্যাংক ধর্মঘট হবে দেশজুড়ে। পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার ছুটি ছিল ব্যাঙ্কগুলিতে। এদিকে, রবিবার ছুটির দিন হওয়ায় পরপর চারদিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে চলেছে। ব্যাহত হবে এটিএম পরিষেবাও। যেখানে আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ হতে চলেছে সংসদে, সেদিনও ধর্মঘট থাকার সিদ্ধান্ত নিয়ে চর্চা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। ব্যাংকের কর্মী ও অফিসারদের ন’টি মূল সংগঠন একযোগে ওই ধর্মঘটের ডাক দিয়েছে। মোট ১২ দফা দাবিতে ডাকা হয়েছে ধর্মঘট, যার অন্যতম ইস্যু ব্যাংককর্মী ও অফিসারদের বেতন বৃদ্ধি। যদি এরপরও ধর্মঘটীদের দাবি না মানা হয়, তাহলে ১১ মার্চ থেকে ১৩ মার্চ ফের ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। দাবিদাওয়ার বিষয়ে আন্দোলনের জন্য কর্মী ও অফিসারদের সংগঠনগুলি একত্রিত হয়ে গঠন করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। ওই ফোরামকেই মুম্বইয়ে বৃহস্পতিবার বৈঠকে ডাকে ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আইবিএ। সেখানে কোনও সমাধানসূত্র মেলেনি বলেই খবর। প্রসঙ্গত, এর আগেও দিল্লিতে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের চিফ লেবার কমিশনারের সঙ্গে বৈঠক করেছিল ধর্মঘটী ইউনিয়নগুলি। সেখানেও কোনও সমাধানসূত্র মেলেনি। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নগর-এর দাবি, যেহেতু এটিএমের নিরাপত্তারক্ষীরা তাঁদের সংগঠনের আওতায় আছেন, তাই এটিএমগুলিতেও এই ধর্মঘটে ভালো সাড়া পড়বে।