আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তবে কেন্দ্র কেন তার জন্য ৬ হাজার কোটি টাকা খরচ করল: মমতা বন্দ্যোপাধ্যায়
এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে অমিত শাহকে চরম নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়’, অমিত শাহের এই মন্তব্যকে একহাত নিয়ে মমতার কটাক্ষ, ‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে কেন আধার কার্ড বানালেন? কেন আধার সংযুক্তিকরনের কথা বলছেন? বলছেন ভোটার কার্ড চলবে না। তাহলে কি বিজেপির মাদুলি চলবে?’ মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তবে কেন্দ্র কেন তার জন্য ৬ হাজার কোটি টাকা খরচ করল। একইসঙ্গে শাহকে আর্জির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আগুন জ্বালানো আপনার কাজ নয়, আগুন নেভানো কাজ। হাতজোড় করে অনুরোধ করছি, শান্তি বজায় রাখুন’। উল্লেখ্য, মঙ্গলবার এক টিভি সাক্ষাত্কারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ”আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ওটা ভিন্ন উদ্দেশ্যে বানানো হয়েছে”। এনআরসি-সিএএ বিক্ষোভে যখন উত্তাল দেশ, সেই আবহে শাহের এহেন মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। মোদী সেনাপতির সেই মন্তব্যকেই হাতিয়ার করে এবার গলা হাঁকালেন তৃণমূল সুপ্রিমো।