আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আজ ট্যুইট করে রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ট্যুইটে তিনি লেখেন, আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস। ২০১১ থেকে বাংলায় শিক্ষার পরিকাঠামোয় ব্যাপক উন্নতি হয়েছে। গত সাড়ে আট বছরে আমরা ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় ও ৫০টি নতুন কলেজ স্থাপন করেছি। ১১টি আরও নতুন বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। পাশাপাশি অন্য আরও একটি ট্যুইটে তিনি বলেন, আজ জাতীয় শিশুকন্যা দিবস। বাংলার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ৬০ লক্ষেরও বেশি মেয়ের ক্ষমতায়ন হয়েছে। আমরা গর্বিত যে ২০১৭ সালে এই প্রকল্পের সুদূরপ্রসারী প্রভাবকে সম্মান জানিয়ে রাষ্ট্রসঙ্ঘ জনসেবার ক্ষেত্রে প্রথম পুরস্কার দেয় কন্যাশ্রী প্রকল্পকে। অন্যদিকে এই উপলক্ষে বার্তা দিলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। তিনি ট্যুইটে জানান, আজ প্রতিটি শিশুকন্যার ধৈর্য্য ও সাফল্যকে উদযাপন করার দিন। আসুন এই দিনে আমরা শপথ নিই যে, মেয়েদের নিয়ে সমাজে যে বিভাজন রয়েছে তা আমরা মিটিয়ে ফেলব। এবং মহিলা সমাজকে আরও শক্তিশালী করব।