দেশ

আপাতত স্থগিত দেশজুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি: দেশজুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত রাখল ব্যাংকের অফিসারদের চারটি ইউনিয়ন৷ ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদে ব্যাংকের চারটি অফিসারদের ইউনিয়ন ২৬ এবং ২৭সেপ্টেম্বর দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছিল৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সোমবার এক প্রস্থ আলোচনার পর চার ইউনিয়ন প্রস্তাবিত দুদিনের ধর্মঘট থেকে সরে আসে৷ এদিন তারা কেন্দ্রীয় অর্থসচিবের সঙ্গে বৈঠক করেন এবং তাদের দাবি দাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া মেলায় ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়৷ গত মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণ করতে চলেছে কেন্দ্র৷ অর্থমন্ত্রী ঘোষণা করেন মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ করা হচ্ছে যাদের থেকে চারটি বড় ব্যাংক গড়া হবে৷ বলা হয়েছিল, ইণ্ডিয়ান ব্যাংক মিশে যাবে এলাহাবাদ ব্যাংকের সঙ্গে, পিএনবি, ওবিসি ও ইউনাইটেড ব্যাংক অফ ইণ্ডিয়া মিশে যাচ্ছে এক সাথে৷ এক্ষেত্রে মূল ব্যাংক হবে পিএনবি৷ ইউনিয়ন ব্যাংক, অন্ধ্র ব্যাংক ও কর্পোরেট ব্যাংক মিশে যাচ্ছে৷ব্যাংকের চারটি অফিসারদের ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক অফিসার্স কংগ্রেস,ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাংক অফিসার্স ২৬ এবং ২৭সেপ্টেম্বর দুদিনের ধর্মঘট ডেকেছিল এই ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদে ৷ সংযুক্তিকরণের বিরোধিতা ছাড়া ধর্মঘটের জন্য ইউনিয়নের যে সব দাবিগুলির মধ্যে রয়েছে সেগুলি হল – সংযুক্তিকরণ বন্ধ করা , ব্যাংকিং সেক্টরে সংস্কার বন্ধ করা , অদেয় ঋণ আদায়ের ব্যবস্থা করা এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া , গ্রাহকদের নানা ভাবে জারিমানা না নেওয়া , চাকুরির নিরাপত্তায় আঘাত না আনা এবং পর্যাপ্ত নিয়োগের ব্যবস্থা করা৷