দেশ

‘আমাদের কি এনকাউন্টার করতে নিয়ে যাচ্ছে?’ প্রশ্ন লখনউ বিমানবন্দরে আটক সাংসদ দীনেশ ত্রিবেদীর

লখনউ বিমানবন্দরে নামতেই ‘আটক’ তৃণমূলের প্রতিনিধি দল। এদিন দুপুরে লখনউ বিমানবন্দরে পৌঁছল তৃণমূলের ৪ সদস্যের প্রতিনিধি দল। দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল, আবির বিশ্বাস, নাদিমুল হক। বিমানবন্দরে পা দেওয়া মাত্রই তাঁদের আটকে দেয় পুলিস। তাঁদের বাসে করে নিয়ে যাওয়া হয় আরেকটি হ্যাঙ্গারে। সেখানেই ধরনায় বসেন তাঁরা। তাদের আটক করা, তারপর বাসে করে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। প্রতিবাদে সেখানেই তাঁরা ধর্নায় বসে যান। উত্তরপ্রদেশ পুলিস ‘অগণতান্ত্রিক আচরণ’ করছে বলে তোপ দাগেন তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা। ওদিকে আটক হওয়ার পরই প্রতিক্রিয়ায় দীনেশ ত্রিবেদী বলেন, “কারা আটকেছে কিছু বুঝতে পারছি না। আমাদের কি এনকাউন্টার করতে নিয়ে যাচ্ছে? বুঝলাম না।”