দেশ

উত্তরপ্রদেশে মদ-মাংস নিষিদ্ধ করার দাবি তুলে আন্দোলনে নামছে বজরং দল

উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশে মদ এবং মাংস নিষিদ্ধ করার দাবি তুলে আন্দোলনে নামতে চলেছে বজরং দল। অযোধ্যার বজরং দলের সদস্যদের দাবি, দ্রুততার সঙ্গে ১৪ কোসি পরিক্রমা এলাকায় মদ, মাংস বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করুক রাজ্য সরকার। দাবি না মানলে, আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছে বজরং দল। অযোধ্যায় সাংবাদিক সম্মেলনে বজরং দল নেতা মহেশ মিশ্র বলেছেন, ‘‌পঞ্চকোশি এলাকায় ইতিমধ্যেই মদ ও মাংস বিক্রি বন্ধ হয়ে গেছে। এবার যোগী আদিত্যনাথের সরকার ১৪ কোসি পরিক্রমা মার্গ এলাকাতেও মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করুক। গত বছরের নভেম্বরে ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা হওয়ার পর থেকে আমরা পথে নেমেছি আমিষ জাতীয় খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির জন্য। কিন্তু এখনও তা হয়নি। এবার বৃহত্তর আন্দোলনে যাব। ইতিমধ্যেই আমরা সচেতনামূলক প্রচার শুরু করেছি। সই সংগ্রহের কাজ চলছে। এরপর দাবি না মিটলে আন্দোলন শুরু হবে।’‌