১২ এপ্রিল কলকাতা ও হাওড়া ভোট, ২৬ এপ্রিল বা ২৭ এপ্রিল বাকি ১০০টি পুরসভায় এবং ব্যারাকপুর, সল্টলেক ও আসানসোল পুরসভায় ভোট হবে পুজোর পর
কলকাতাঃ অবশেষে রাজ্যে পুরভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। এপ্রিল মাসে রাজ্যের ১০২টি পুরসভায় ভোট হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হবে। বাকি ১০০টি পুরসভায় ভোট ২৬ এপ্রিল বা ২৭ এপ্রিল। তবে তার মধ্যে থাকছে না ব্যারাকপুর, সল্টলেক ও আসানসোল পুরসভা। এই পুরসভাগুলিতে পুজোর পর ভোট হওয়ার সম্ভাবনা।
উল্লেখ্য, নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের কাছে দিনক্ষণ চেয়ে পাঠাবে। নবান্ন সূত্রে খবর, তখন এই দুটি দিনের কথা কমিশনকে জানাবে রাজ্য। অর্থাৎ, রাজ্যের প্রস্তাব অনুযায়ী কলকাতা ও হাওড়ার ভোট রমজান মাসের আগে হলেও, বাকি পুরসভাগুলিতে ভোট হবে রমজান মাসে। আপাতত রাজ্য নির্বাচন কমিশনের চিঠির অপেক্ষা। তারা চিঠি পাঠালেই তারিখ জানাবে রাজ্য।
ফাইল চিত্র।