জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ রাজ্য জুড়ে জনসংযোগের অভিনব পন্থা তৃণমূলের । আজ নজরুল মঞ্চে দলের বিধায়কের সঙ্গে বৈঠকের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আগামী ১০০ দিন ধরেই রাজ্যের দশ হাজারেও বেশি গ্রামে যাবেন তৃণমূল কংগ্রেসে নির্বাচিত জনপ্রতিনিধি ও দলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে কথা বলবেন তাঁরা। শুনবেন তাঁদের অভাব ও অভিযোগ। এমনকী, যদি কেউ চান, তাহলে ফোন করে কিংবা ওয়েবসাইট (ফোন নম্বর – 9137091370, ওয়েবসাইট – https://www.didikebolo.com ) মারফতও তৃণমূল নেতৃত্ব, এমনকী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে পারবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দিদিকে বলো’।