মালদা

এলাকায় মদের দোকান বন্ধ করার দাবিতে জেলাশাসকের দ্বারস্থ

হক জাফর ইমাম, মালদাঃ মালদা সাদুল্লাপুর শ্মশান চত্বরে মদের দোকান বন্ধ করার দাবিতে শুক্রবার জেলা শাসকের দ্বারস্থ হলেন স্থানীয় মদ বিরোধী কমিটির সদস্যরা। শুক্রবার দুপুরে তারা মিছিল করে জেলা শাসকের দপ্তরে সামনে আসে এবং বিক্ষোভ দেখায়। পরে জেলা শাসক কে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য সাদুল্লাপুর মহা শ্মশানের কাছে একটি মদের দোকান বন্ধ করার দাবিতে গত ৫ মাস ধরে আন্দোলন করে চলেছে এই মদ বিরোধী কমিটির। সাদুল্লাপুর মহা শ্মশানের কাছে একটি মদের দোকান রয়েছে। সাদুল্লাপুর, পার্বত্যা, সাগরদীঘি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ওই মদের দোকানের জন্য এলাকার সুস্থ পরিবেশ নষ্ট হওয়ার মুখে। মহিলারা রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। মদ খেয়ে মধ্যপরা গালিগালাজ করছে, কটূক্তি করছে। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মালদা ইংরেজবাজার ব্লকের বিডিও, এমনকি ইংরেজবাজার থানায় জানানো হয়েছিল। কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এদিন জেলাশাসকের দ্বারস্থ হওয়া বলে জানালেন মদ বিরোধী কমিটির নেত্রী ঝুমা রায়। তিনি বলেন, আমরা চাই সাদুল্লাপুর এলাকা মদ মুক্ত থাকুক। ওই কমিটির আরেক সদস্য আদর্শ মিত্র বলেন, এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সাদুল্লাপুরের ওই মদের দোকানের লাইসেন্স বাতিল করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।