ডাঃ লি ওয়েনলিয়াং প্রথম ডাক্তার যিনি মারণ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্ক করেছিলেন
প্রথম ডাক্তার, যিনি মারণ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্ক করেছিলেন৷ সেই ডাক্তারেরও জীবন থামিয়ে দিল করোনাই৷ এই চিনা ডাক্তারের নাম লি ওয়েনলিয়াং৷ করোনাভাইরাস যে শীঘ্রই মহামারির আকার নিতে চলেছে, ডিসেম্বরে লি সতর্ক করেছিলেন৷ ৩৪ বছরের লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু হয়েছে ইউহানে৷ চিনের এই প্রদেশ থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে৷ সবচেয়ে বেশি মৃতের সংখ্যাও ইউহানেই৷ চিনের ৮ জন ডাক্তার প্রথম সতর্ক করেন, করোনা ভাইরাস মহামারির আকার নিতে চলেছে৷ সেই ৮ জনের মধ্যে লি-ও একজন৷ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লি-এর হৃদস্পন্দন থমে যায়৷ প্রথম যখন ইউহানে একজনের মৃত্যু হয়, লি সতর্ক করেছিলেন, এই ভাইরাস কিন্তু মারাত্মক৷ চিনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ উইচ্যাট-এ একটি গ্রুপে সর্বপ্রথম জানিয়ে ছিলেন লি৷ জানিয়ে দেন, এই ভাইরাস মারাত্মক৷ মুহূর্তে লি-এর মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় গোটা চিনে৷