করোনা সংক্রমণ রুখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হতে চলেছে সব ধরনের যাত্রীবাহী ট্রেন পরিষেবা । রবিবার দুপুরে রেল বোর্ডের পক্ষ থেকে এমন কথাই জানানো হয়েছে। বন্ধ থাকবে কলকাতা মেট্রোও। রেল বোর্ড জানিয়েছে, আজ রাত ১২টা থেকে রাজ্যের দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু মালগাড়ি চলবে আপাতত।


