কলকাতা বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসায় শাবানা আজমি

কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করলেন  শাবানা আজমি। একইসঙ্গে সিনেমায় মতপ্রকাশের স্বাধীনতা অটুট রাখা ও বহুত্ববাদের কথাও মনে করিয়ে দিলেন অভিনেত্রী। বললেন,”কলকাতা চলচ্চিত্র উৎসবের শুরু থেকে আসছেন। প্রতিবারই নতুন উচ্চতায় পৌঁছচ্ছে চলচ্চিত্র উত্সব। তা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়। সিনেমাকে স্বীকৃতি দিতে নগদ পুরষ্কারের ব্যবস্থা করেছেন। বেশিরভাগ সিনেমাই মূলধারার নয়। ফলে এমন সমর্থন দরকার।” কলকাতার দর্শকদের অনুরোধে এদিন কবিতাও শোনান শাবানা। প্রতিবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকেন অমিতাভ বচ্চন। তবে এবার অসুস্থ থাকায় আসতে

পারেননি। সমাপ্তি অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান তিনি। অন্যদিকে চলচ্চিত্র উৎসবের আয়োজনে চেয়ারপার্সন রাজ চক্রবর্তী-সহ অন্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । মুখ্যমন্ত্রী এদিন বলেন,”আগামী দিনে আরও ভালো করতে হবে। রাজদের বলব এখন থেকে ভাবতে হবে। ২৬ তম বছরটা আরও ভালো করতে হবে।” এরপরই মুখ্যমন্ত্রীর মন্তব্য, মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সিনেমায় কেউ কাজ করতে পারে না। এখন এটা আরও বেশি করে দরকার। ভবিষ্যতেও দেশের নাগরিকদের তত্পরতায় বেঁচে থাকবে সংবিধান ও গণতন্ত্রের অধিকার। বাস্তবজীবন তুলে ধরে সিনেমা। দেখুন ভিডিও –