কলকাতা

কলকাতা জুড়ে ঘাসফুল, বাম প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত

রাজ্যের বেশির ভাগ জায়গায় পদ্ম ফুটলেও তিলোত্তমা জুড়ে ঘাসফুলের দাপট। কলকাতার উত্তর থেকে দক্ষিণে বিরোধীদের পিছনে ফেলে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকাল ৮ থেকে গণনা শুরু হতেই রাজ্যের কিছু জায়গায় বিজেপি–তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও, কলকাতায় ফিকে গেরুয়া শিবির। দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় ইতিমধ্যেই জিতে গিয়েছেন। উল্টো দিকে উত্তর কলকাতায় এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতার দুটি কেন্দ্রে মূল লড়াই হচ্ছে তৃণমূল ও বিজেপির মধ্যে। বাকি বিরোধী বাম এবং কংগ্রেস প্রার্থী লড়াইয়ে দাগ কাটতে পারলেন না। কলকাতা উত্তরে রাহুল সিনহা ও দক্ষিণে চন্দ্র বসু দ্বিতীয় স্থানে রয়েছেন। এদের থেকে অনেক পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ বসু। কলকাতা উত্তর ও দক্ষিণে কংগ্রেসের ফলাফল খুবই হতাশাজনক। এই ফলাফলে বিরোধী বাম–কংগ্রেসকে ধরাশায়ী করে বিজেপি উঠে এলো প্রধান বিরোধী হয়ে। অন্যদিকে, আলিমুদ্দিনের সমীক্ষা অনুযায়ী তিনটি আসন পাবে বলে মনে করেছিল বামফ্রন্ট। সে তো পেলই না উলটে একটি কেন্দ্র বাদে ৩৯টি লোকসভা আসনে বামপ্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার পরিসংখ্যানও উঠে এল। যা আশ্চর্যেরও বটে। কারণ ৪২টা আসনের মধ্যে ৩৯টি আসনে বাজেয়াপ্ত হতে চলেছে তা একবারের জন্যও টের পাওয়া যায়নি।