কলকাতা

কলকাতা মেডিক্যাল কলেজে ৭তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী

বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থেকে হঠাৎ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সামনেই ঝাঁপ দেন এক রোগী। জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালে নব নির্মিত সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ের নিউরো মেডিসিন বিভাগে ভর্তি হন ওই তরুণ। ২০ বছরের ওই তরুণের নাম রিয়াজউদ্দিন মন্ডল। সূত্রের খবর, গত দেড়মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই তরুণের ওয়ার্ডে ভিজিট করতে আসেন চিকিৎসকরা। তখনই ঘটে এই কাণ্ড। চিকিৎসকদের সামনেই স্বাস্থ্যকর্মীদের হাত ছাড়িয়ে বেড থেকে জানলার দিকে ছুটে যান তরুণ। তারপর জানলার লক খুলে আচমকাই ঝাঁপ দেন। কেউ কিছু বোঝার আগেই ঘটে অঘটন। ওই ওয়ার্ডের কর্মীরা নীচে থাকা অন্যান্য কর্মীদের খবর দেন। এরপর বিল্ডিংয়ের পিছনের এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করেন হাসপাতালে অন্যান্য কর্মীরা। জরুরি বিভাগে নিয়ে গিয়ে দ্রুত অস্ত্রোপচারও শুরু করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন শুরু আধ ঘণ্টার মধ্যে ওটি টেবিলেই মৃত্যু হয় ওই রোগীর।  ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ।