দেশ

কাজ ও প্রচারের যুগলবন্দিতে বিজেপিকে মাত কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন ‘কাজের’ জন্যই তাঁকে ভোট দেবেন মানুষ। তবে শুধুই কি ‘কাজ’-এর জেরে ভোটের হাওয়া নিজের দিকে করতে পেরেছেন অরবিন্দ কেজরিওয়াল? বিশ্লেষকদের দাবি, প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে ঝাঁঝালো সোশ্যাল মিডিয়া প্রচার চালিয়েছে আম আদমি পার্টি। কাজ- প্রচারের যুগলবন্দিতে কোন কোন খাতে বিজেপিতে আম আদমি পার্টি মাত দিয়েছে দেখে নেওয়া যাক।