দেশ

কানপুরে পুলিশ গুলি চালিয়ে মেরেছে সিএএ-র প্রতিবাদীদের, স্পষ্ট প্রমাণ মিলল ভিডিওতে

কানপুরে শনিবারের বিক্ষোভে পুলিসের গুলি চালানোর অভিযোগের প্রমাণ মিলল। আর সেই ভিডিও ফুটেজ রবিবার সামনে আসতেই উত্তর প্রদেশ পুলিসের ডিজি ওপি সিং–এর করা পুলিসের একটাও গুলি না চালানোর দাবি নিয়ে প্রশ্ন উঠে গেল। সিএএ–র বিরোধিতায় গত বৃহস্পতিবার থেকে অগ্নিগর্ভ উত্তর প্রদেশ। শনিবারও বিক্ষোভ হয় কানপুর এবং রামপুরে। কানপুরে পুলিসের গাড়িতে এবং থানায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের ফুটেজের মধ্যেই একটি ক্লিপিং-এ দেখা যাচ্ছে সুরক্ষা জ্যাকেট এবং হেলমেট পরা, এক হাতে ব্যাটন আরেক হাতে রিভলভার নিয়ে এক পুলিস অফিসার একটি কোণায় গিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, পুলিস তাঁদের নিরস্ত্র অবস্থায় দেখেও তাঁদের উপর গুলি চালিয়েছিল। সেই অভিযোগ খণ্ডন করে শনিবার বিকেলেই ডিজি দাবি করেছিলেন, ‘‌বিক্ষোভকারীরা অবৈধ অস্ত্রশস্ত্র এবং পাথর ছুড়তে শুরু করেছিল পুলিসকে লক্ষ্য করে। পুলিসের আর কোনও বিকল্প ছিল না। কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই পুলিসের গুলিতে একজনেরও মৃত্যু হয়নি। পুলিস একটাও বুলেট ছোড়েনি। বিক্ষোভকারীরা নিজেদের ছোড়া বুলেটেই মারা গিয়েছেন।’‌ আইজি আইনশৃঙ্খলা প্রবীণ কুমারও দাবি করেছিলেন, ‘‌দেশি বন্দুক থেকে ছোড়া ৪০০–র বেশি ফাঁকা কার্তুজ উদ্ধার হয়েছে সারা রাজ্যজুড়ে, যা প্রমাণ করে মৃতরা হয় নিরীহ পথচারী বা বিক্ষোভকারীদের গুলিতেই তাঁদের নিজেদের মৃত্যু হয়েছে।’‌ কিন্তু আইজি আইনশৃঙ্খলা বা ডিজির দাবি যে সম্পূর্ণ অসত্য তা প্রমাণিত হল ওই ভিডিও ক্লিপিং-এ। দেখুন সেই ভিডিও –

https://www.facebook.com/414265715299022/posts/2771629189562651/