জেলা

কুমারগঞ্জে গণধর্ষণ করে খুনের ঘটনায় মৃতের পরিবারকে ৪ লক্ষ ১২ হাজার টাকাআর্থিক সাহায্য রাজ্য সরকারের

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় তার পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য সরকারের। আজ মৃতার পরিজনদের জেলা প্রশাসনিক ভবনে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের হাতে ৪ লক্ষ ১২ হাজার টাকা তুলে দেওয়া হবে। অন্যদিকে, এদিনই মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপি নেত্রী তথা হুগলির সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়।