কলকাতাঃ উন্নয়নের নিরীখে রাজ্যের জন্য সুখবর। ফের আর্ন্তজাতিক সম্মান এল রাজ্যের ঘরে। নিয়ে এল কেএমডিএ। বুধবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সেরা প্রশাসনের শিরোপা পেল পুরদফতরের এই স্বশাসিত বোর্ড। দূষণমুক্ত পরিবহণ এবং গতিময় পরিকাঠামো চালুর জন্য এই সম্মান পেল রাজ্য। কেএমডিএ চেয়ারম্যান এবং পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কোপেনহেগেনের আর্ন্তজাতিক মেয়র সম্মেলনে এই সম্মান গ্রহণ করেন। এদিন কোপেনহেগেনে শুরু হয় ৯৩টি শহরের বিশ্ব নাগরিক সম্মেলন। উদ্বোধনে অংশ নেন সস্ত্রীক মেয়র ফিরহাদ হাকিম।বছর তিনেক আগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা চালুর জন্য দক্ষিণ কোরিয়ার সিওলে কেএমডিএ সেরা শহরের শিরোপা পেয়েছিল। এবার ইলেকট্রিক বাস ও শহর থেকে গ্যাস ও কয়লার উনুন সরিয়ে ইলেকট্রিক ওভেন চালুর জন্য এই সম্মান পেল কেএমডিএ। মেয়র অধিবেশনের প্রথমার্ধেই কলকাতার বায়ুদূষণ রুখতে পুরসভা এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা নিয়ে বিশদে তুলে ধরেন।ফিরহাদ হাকিম বলেন, “ভার্টিকাল গার্ডেন, একবছরে একলক্ষ চারাগাছ রোপন এবং রাস্তার মোড়ে মোড়ে ওয়াটার ফাউন্টেন চালু করা হচ্ছে কলকাতায়। এছাড়াও ধোয়া এবং ধুলো গাছের পাতায় জমে গিয়ে যাতে অক্সিজেন উৎপাদন কমে না যায় সেজন্য বিশেষ পদ্ধতিতে প্রতিনিয়ত বড় বড় ফোয়ারা দিয়ে গাছের পাতা ধুয়ে দেওয়া হয়।” দূষণ রুখতে এই উদ্যোগকে টেবিল চাপড়ে স্বাগত জানিয়েছেন সম্মেলনে উপস্থিত প্যারিস, লিসবন, ওয়ার’শ, রোম, ঢাকার মেয়রও।