কলকাতা

কেন এত খারাপ ফল, আগামীকাল জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বিজেপি মাত্র ২ আসন থেকে নিজেদের আসনসংখ্যা তাঁরা বাড়িয়ে নিয়ে গিয়েছে ১৮ তে। অন্যদিকে, তৃণমূলের আসনসংখ্যা ৩৪ থেকে কমে দাঁড়িয়েছে ২২-এ। অথচ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের শীর্ষনেতৃত্ব বারংবার তাঁদের বক্তৃতায় ৪২ এ ৪২ আসনের কথা বলেছিলেন। অথচ ভোটের ফলাফল বেরোতেই দেখা গেল বঙ্গে বিজেপির ভোট বেড়েছে। বিশেষ করে পাহাড় এবং জঙ্গলমহলে। অথচ রাজ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে ওখানেই। তা সত্ত্বেও কেন এত খারাপ ফল? এই পর্যালোচনা করতেই শনিবার জরুরি সভা ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বৈঠকে দলের এই খারাপ ফল তথা বঙ্গে বিজেপির ভোট কেন এতটা বেড়ে গেল, সেই নিয়েই আলোচনা করবেন মমতা। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন জয়ী এবং পরাজিত প্রার্থীরা। সব জেলার জেলা সভাপতি থেকে শুরু করে পর্যবেক্ষকরা। এছাড়াও থাকবেন তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।