কলকাতা

গভীর কুয়োয় থেকে এখনও উদ্ধার করা যায়নি ২ বছরের সুজিতকে

গভীর কুয়োর থেকে এখনও উদ্ধার করা যায়নি ২বছরের শিশু সুজিতকে। তবে উদ্ধার কাজ শেষ পর্যায়ে বলে জানাচ্ছেন ঘটনাস্থলে উপস্থিত তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়াভাস্কর। তিনি আরও জানিয়েছেন, ছোট্ট ওই ছেলেটি অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্ত, এখনও তার শ্বাসপ্রশ্বাস চলছে। তবে, যতক্ষণ পর্যন্ত না শিশুটিকে উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছেন না ত্রিচির বাসিন্দারা। আশঙ্কা বুকে নিয়েও ছেলেটির সুস্থ থাকার প্রার্থনা জানাচ্ছেন তামিলনাড়ু-সহ পুরো দেশের মানুষ। গত শুক্রবার বাড়ির সামনেই খেলা করছিল ছোট্ট সুজিত। অসাবধানতার জেরে গভীর একটি কুয়োয় পড়ে যায়। প্রথমে ২৬ ফুট গভীরে আটকে থাকলেও সোমবার সকাল পর্যন্ত গত সত্তর ঘণ্টায়, ৭০ ফুট গভীরে চলে গিয়েছে। তাকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা। কিন্তু, এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে।