মালদা

গৃহবধূকে অপহরণ করে খুন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

হক জাফর ইমাম, মালদা: এক গৃহবধূকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার মালদা হবিবপুর থানার সামনে বিক্ষোভ দেখাল খোঁচাকান্দর গ্রামের মহিলারা। পাশাপাশি এদিন তার মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধও করে। উল্লেখ্য, গত শুক্রবার খোঁচাকান্দরের বাবুপাড়ার একটি পুকুর থেকে ওই বধুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম সনকা মন্ডল (২৫)। মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের খোঁচাকান্দর গ্রামে তার বাড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই বধুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বধুর স্বামীর অভিযোগের ভিত্তিতে খোঁচাকান্দর বাবুপাড়া এলাকার এক ব্যক্তিকে রবিবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম বাসু মন্ডল। ধৃতকে সোমবার মালদা জেলা আদালতের সিজেএমের এজলাসে তোলা হয়। সরকারি আইনজীবী উৎপল মণ্ডল বলেন, “ধৃত বাসু মন্ডলকে তিন দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। বিচারক তা মঞ্জুর করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় চার বছর আগে সনকা মন্ডল এর সঙ্গে বিয়ে হয়েছিল হবিবপুর ব্লকের খোঁচা কান্দরের বাসিন্দা ভবানী মন্ডলের। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। সনকাদেবী খোঁচাকান্দর বাবুপাড়া এলাকার একটি বেসরকারি স্কুলে কাজ করত। গত তিন তারিখ স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে সনকা বের হয়েছিলেন। কিন্তু তারপর থেকে আর তার খোঁজ মেলেনি। স্কুলেও সেদিন তিনি যাননি। যদিও খোঁচাকান্দর বাবুপাড়া এলাকায় রাস্তার পাশে তার সাইকেল, মোবাইল ফোন, পায়ের চটি, ব্যাগ সমস্ত কিছু পড়েছিল। দিনভর খোঁজাখুঁজি করেও সনকার কোনো খোঁজ না পেয়ে তার বাবা মনি মন্ডল সেদিন রাতে হবিবপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু সনকার সন্ধান মেলেনি। শুক্রবার বিকেল নাগাদ খোঁচা কান্দর বাবুপাড়া গ্রামেরই একটি পুকুরে সনকার মৃতদেহ ভেসে থাকতে দেখেন গ্রামবাসীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সনকার গলা শাড়ি আচল দিয়ে পেঁচানো ছিল। মৃতদেহ উদ্ধারের পর সনকার স্বামী ভবানী মন্ডল হবিবপুর থানা স্ত্রীকে খুন করার অভিযোগ দায়ের করেন। ভবানীর অভিযোগ, তার স্ত্রীকে প্রথমে অপহরণ করা হয়েছিল ও পরে শ্বাসরোধ করে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল। হবিবপুর থানার পুলিশ রবিবার রাতেই খোঁচা কান্দর বাবুপাড়ার বাসিন্দা বাসু মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। পুলিশের দাবি, ওই খুনের ঘটনায় বাসুর সঙ্গে আরো এক ব্যক্তি জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে সেই নাম প্রকাশ্যে আনতে চাইছে না তারা। জেলা পুলিশের এক কর্তা বলেন, “সনকা মন্ডল নামে এক গৃহবধূকে অপহরণ করে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে খোঁজা হচ্ছে। এদিকে ওই খুনের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের দাবিতে এদিন সকাল থেকে হবিবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় খোচাঁকান্দর গ্রামের মহিলারা। তার রাস্তাও অবরোধ করে। আলো সরকার, মিনতি দাস, সুমিতা সরকার সহ মহিলারা বলেন, সনকাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ওই ঘটনায় জড়িত সকলকে যদি পুলিশ গ্রেপ্তার না করে তবে আরও বড় আন্দোলনে নামবেন তারা।