জেলা

চিতার চামড়াসহ ধরা পড়ল ভুটানের সেনা জওয়ান

চিতাবাঘের চামড়া সহ ভুটানের এক নাগরিককে গ্রেফতার করেছে বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। হাসিমারা থেকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম দাউ সেরি দোয়া (৩৩ )। তার বাড়ি ভুটানে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে অভিযুক্তকে চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার করা হয়। তিনি বলেন, ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ‘অভিযুক্ত আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে যুক্ত। সে ভুটানের সেনাবাহিনীতে চাকরি করে। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।’