মালদা

চোরাই ল্যাপটপ ও নগদ টাকা সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতি

হক জাফর ইমাম, মালদা: চোরাই ল্যাপটপ ও নগদ টাকা সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতি। ধৃতদের গ্রেপ্তার করা হয় শুক্রবার রাতে ইংরেজবাজার মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকা থেকে। ধৃত দুই জনকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। গতকাল ১৮ সেপ্টেম্বর মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় এক চিকিৎসকের বাড়ির তালা ভেঙে ল্যাপটপ নগদ টাকা ঘড়ি সহ বেশ কিছু সামগ্রি চুরি করে। ঘটনায় চিকিৎসক প্রদীপ কুমার মুর্খাজি মালদা ইংরেজবাজার থানায় অভিযোগ জানায়। তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে দুই জনকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল সমীর হালদার(২৫) ও রাহুল শেখ(২৫)। তাদের বাড়ি কৃষ্ণপল্লী এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ নগদ দশ হাজার টাকা, ঘড়ি। এছাড়াও দুটি সাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশি জেরায় ধৃতরা চুরির কথা স্বীকার করেছে।