মধ্যপ্রদেশঃ বাড়ি ফেরার পথে ফের মর্মান্তিক মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বারওয়ানিতে। পরিযায়ী শ্রমিকের একটি দল মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে ২ দিন আগে উত্তরপ্রদেশে বাড়ির পথে রওনা হয়েছিল। লকডাউনের বাজারে কর্মহীন হয়ে পড়েছিল শ্রমিকের দলটি। ফলে বাড়ি ফেরা ছাড়া উপায় ছিল না। গণপরিবহণ বন্ধ। অগত্যা সাইকেলে চেপেই যাত্রা শুরু হয়েছিল। এগারো জনের দলে ছিল তাবারেক আনসারি। বছর পঞ্চান্নর আনসারি মধ্যপ্রদেশের বারওয়ানিতে শনিবার মারা যান। পরিযায়ী শ্রমিকের দলটির এক সদস্য রমেশ কুমার গোন্ড বলেছেন, ‘ভিওয়ান্ডিতে একটি কারখানায় আমরা কাজ করতাম। লকডাউনের কারণে আমাদের সবার কাজ চলে গেছে। হাতে টাকা নেই। খাবারও ছিল না। অগত্যা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই। মহারাজগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলাম সাইকেল চালিয়ে। ৩৫০ কিলোমিটার চলে আসার পর আচমকা তাবারেকের মাথা ঘুরতে শুরু করে। ও সাইকেল থেকে পড়ে যায়।’ কিছুক্ষণ পরেই মারা যায় তাবারেক। পুলিশের ধারণা অত্যধিক ক্লান্তি ও হিট স্ট্রোক তাবারেকের মৃত্যুর কারণ।