মালদা

জমি বিবাদের জেরে নাতির হাতে খুন দাদু

হক জাফর ইমাম, মালদাঃ জমি বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে নাতির হাতে খুন হলেন দাদু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে চাঁচল থানার শাহবাজপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম জহির শেখ (৫৫) বাড়ি চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের শাহবাজপুর গ্রামে। অভিযুক্ত নাতির নাম ফিরদৌস শেখ (২৪)।মৃতের আত্মীয় দের কাছ থেকে জানা গেছে, এই দিন সকালে গ্রামের এক চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে নাতি ফিরদৌস শেখ নিজের বাড়ির সামনে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দাদু জহির শেখের উপর। জহির শেখ কে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় জহির শেখ লুটিয়ে পড়লে গ্রামের অন্যান্য প্রতিবেশীরা খবর দেয় যখন জহির শেখ এর বাড়িতে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে জহির শেখ কে নিয়ে আসা হয় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু সেখানকার কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় চাচোল থানায়। ঘটনার খবর পেয়ে চাচল থানার পুলিশ হাসপাতলে এসে মৃতদেহ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠান। ঘটনার সম্পর্কে জহির শেখের বড় ছেলে রাজা শেখ বলে, জমি জায়গা নিয়ে পুরনো একটি বিবিদ ছিল বাবার সাথে ফেরদৌসের পরিবারের। এদিন সকালে চা খেয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ করে ফেরদৌস ও তার পরিবারের লোকেরা বাবাকে রাস্তা থেকে টেনে নিয়ে মাটিতে ফেলে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে এরপরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাচল হাসপাতালে নিয়ে আসতে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। ফেরদৌস ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলছে। এ বিষয়ে চাচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।