কলকাতা

ঝমঝমে বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা

কলকাতা: ভারত-ভুখন্ড থেকে অবশেষে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কলকাতার আবহাওয়াও বেশ মনোরম। ভরের দিকে হালকা ঠাণ্ডা আমেজ। বেলার দিকে থাকছে বেশ রোদ ঝলমলে পরিবেশ। তবে এই স্বস্তির ব্যাঘাত ঘটতে পারে বৃহস্পতিবার থেকে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার সকালের দিকে আকাশ পরিষ্কার থকলেও বেলার দিকে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতেও। এই বৃষ্টিপাত কমপক্ষে দুদিন স্থায়ী থাকবে বলে ধারনা হাওয়া অফিসের।দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বুধবার বিকলে কলকাতায় মাঝারি বৃষ্টিপাত হয়। ইতিমধ্যেই উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিতে ভাসছে দক্ষিণের কেরল-কর্ণাটক। সেইসঙ্গে তামিলনাড়ুর উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে।যার প্রভাবে বৃষ্টিপাত আরও বড় আকার ধারণ করেছে। তবে আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গের উপকূলে সেইরকম কোনও ঘূর্ণাবর্ত নেই। তাই বৃষ্টির জন্য দুর্গাপুজোর আনন্দে ভাঁটা পড়লেও কালীপুজো এবং দীপাবলি নিয়ে আশাবাদী বাঙালি। বৃহস্পতিবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।