কলকাতা

টানা ভারী বৃষ্টিতেও পথে নেমে শহরবাসীর পাশে মেয়র

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ রাতভর  টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর। টানা বৃষ্টির জেরে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ শহরের ভিন্ন এলাকা জলমগ্ন। কোথাও জল বাড়িতে ঢুকেছে, তো কাথাও আবার জলের জেরে

রাস্তায় বিকল হয়েছে গাড়ি। আর এই পরিস্থিতিতে মানুষের পাশে মেয়র ফরহাদ হাকিম।  জলছবি সরেজমিনে খতিয়ে দেখতে পথে নামলেন কলকাতার মেয়র। মোমিনপুরের পরিস্থিতি দেখলেন মেয়র ফিরহাদ হাকিম।

পুরসভার আধিকারিকদের সঙ্গে আগে থেকে ঠিক হওয়া বৈঠক বাতিল করে শহরের বিভিন্ন পাম্পিং স্টেশনের পরিদর্শনে বের হন স্বয়ং মেয়র। এদিন প্রথমে যান বেলেঘাটা পাম্পিং স্টেশনে। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখে,

সেখান থেকে সরাসরি পৌঁছান মোমিনপুর পাম্পিং স্টেশনে। দেখেন শহরের পরিস্থিতি। ঘুরে দেখেন খিদিরপুরের পরিস্থিতি। মেয়র বলেন, ”সমস্ত পাম্পিং স্টেশনগুলি কাজ করছে। জোয়ারের সময় লকগেটে জলের পরিমাণ বেড়ে যায়। তাই জলমগ্ন হয়ে যাচ্ছে চতুর্দিক। তবে বৃষ্টির পরিমাণ কমলে খুব তাড়াতাড়ি শহরতলির রাস্তা থেকে জল নেমে যাবে।”