দেশ

টুইটারে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নরেন্দ্র মোদি

নয়াদিল্লি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হেলায় হারিয়ে নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও খেলা বা যুদ্ধে নয়, এই মুহূর্তে ইনস্টাগ্রামে বিশ্বের সবথেকে জনপ্রিয় রাজনীতিক নেতা হলেন নরেন্দ্র মোদি। অর্থাৎ ইনস্টাগ্রামে ফলোয়ারের নিরিখে এই সব তাবড় রাষ্ট্রনেতাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন মোদি। ইনস্টাগ্রামে মোদির ফলোয়ারের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় মোদি বরাবরই বেশ জনপ্রিয়। দিন দিন তাঁর সেই জনপ্রিয়তা আরও বেড়েছে। বিশ্বের বিভিন্ন রাজনীতিকদের মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যাই সর্বাধিক। জনপ্রিয়তার নিরিখে রাজনীতিকদের মধ্যে ইনস্টাগ্রামে মোদির পরে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউডোডো। তাঁর ফলোয়ার সংখ্যা আড়াই কোটির কিছু বেশি। তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। রবিবার রাত পর্যন্ত ওবামার ফলোয়ারের সংখ্যা ২.৪৮ কোটি। বর্তমান  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে মোদির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। তবে টুইটারে মোদিকে পিছনে ফেলেছেন ট্রাম্প। এই মুহূর্তে টুইটারে ট্রাম্পের ফলোয়ার সংখ্যা ৬ কোটি ৫৭ লক্ষ। অন্যদিকে মোদির ফলোয়ার সংখ্যা ৫ কোটির কিছু বেশি। অর্থাৎ ইনস্টাগ্রামে মোদি যেমন ট্রাম্পের তুলনায় অনেক এগিয়ে তেমনই টুইটারে ভারতের প্রধানমন্ত্রীকে অনেকটাই পিছনে ফেলেছেন  ট্রাম্প। ইনস্টাগ্রামে ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা মাত্র ১ কোটি ৪৯ লক্ষ। অর্থাৎ সোশাল মিডিয়ার এই অঘোষিত লড়াইয়ে মোদি-ট্রাম্পের খেলার ফলাফল ১-১।অন্যদিকে এদিনই সোশাল মিডিয়ায় সমুদ্রকে নিয়ে লেখা নিজের কবিতা পোস্ট করেছেন মোদি। শনিবার ভোরে মামাল্লাপুরমের সৈকতে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় সমুদ্রের রূপে মুগ্ধ হয়ে মোদি সমুদ্রকে নিয়ে কবিতা লিখেছেন। মোদি লিখেছেন, ‘হে সাগর, তোমাকে আমার প্রণাম। নিজের সীমানা কখনওই লঙ্ঘন না করে প্রতি মুহূর্তে মহৎ হতে শেখাও তুমি।’ সমুদ্রের গর্জন দেখে প্রধানমন্ত্রী তাঁর কবিতায় প্রশ্ন করেছেন, ‘তরঙ্গের এই প্রতাপ তোমার কষ্ট, না আক্রোশ, নাকি পরিতাপ?’ ‘আমার অনুভূতির জগৎ’ শিরোনামে লেখা ওই কবিতা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।