করোনার জেরে সংকটে দেশের অর্থনীতি। এই পরিস্থিতি সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি কতটা সম্ভব হবে তা নিয়ে দোলাচলে রয়েছে সরকার। সূত্রের খবর এই পরিস্থিতিতে সরকারিকর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হতে পারে। আগামিকাল প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ ৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। অর্থাত্ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা হয়েছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি। আগামিকাল প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা করা হবে। ফাইল চিত্র।