জেলা

ডুয়ার্সের থেকে ফের উদ্ধার চিতাবাঘ

ফের ২টি চিতাবাঘ উদ্ধার করা হল ডুয়ার্সের ডামডিম সেনা ছাউনি থেকে। গত চারদিনে পরপর দুটি চিতাবাঘ উদ্ধার হওয়ায় ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় একটি চিতাবাঘকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর বনদপ্তরে খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা এসে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। জানা গিয়েছে, লাটাগুড়ি থেকে বাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেবে বনকর্মীরা।