জেলা

তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ, মদন মিত্রকে বুথে ঢুকতে বাঁধা

ভাটপাড়ায় বিধানসভা উপনির্বাচন।  সকাল থেকেই সেখানে গণ্ডগোল পাকানোর অভিযোগ উঠল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছে তাঁর ছেলে পবন সিং। এছাড়াও ভাটপাড়ায় তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে মদন মিত্রকে। সকাল থেকে ভাটপাড়ার বিভিন্ন কেন্দ্রে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। কাঁকিনাড়া হাইস্কুলের ৪২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছেন

মদন মিত্র। গণ্ডগোল হচ্ছে জানতে পেরে সেই বুথে গেলে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাঁধা দেয় বলে অভিযোগ। কাঁকিনাড়ার একাধিক বুথে অর্জুন অনুগামীরা অশান্তি তৈরি করছেন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। কামারহাটিতে তৃণমূলের ক্যাম্প অফিসে কেন্দ্রীয় বাহিনী ভাঙচুর চালায় বলে অভিযোগ তিনি।  একাধিক বুথে অর্জুন অনুগামীরা ছাপ্পা ভোটে দিচ্ছে বলেও দাবি মদন মিত্রের। দুপুর গড়াতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া। শুরু হয় বোমাবাজি। কোনওক্রমে সরিয়ে নিয়ে যাওয়া হয় মদন মিত্রকে।