দেশ

তেলেঙ্গানায় লকডাউনের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

তেলেঙ্গানায় লকডাউন ৪ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। রবিবার তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার দেশে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছিল। রাজ্য সরকার তা আরও বাড়িয়ে ৭ মে পর্যন্ত করছে’। এছাড়া সন্ধ্যা থেকে রাজ্যজুড়ে কার্ফুও চলবে। লকডাউন বাড়ানোর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন থেকে ২৫ শতাংশ টাকা কাটা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া এমাসেও জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের ৫০ শতাংশ বেতন কেটে নেওয়া হবে। অন্যদিকে, পুলিস কর্মীরা ১০ শতাংশ বেশি বেতন পাবেন। বাড়িওয়ালাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, মার্চ থেকে মে মাসের মধ্যে ভাড়াটিয়াদের থেকে ভাড়া নেওয়া যাবে না। বেসরকারি স্কুলগুলিও টিউশন ফি ছাড়া একটি টাকাও বেশি নিতে পারবে না। সরকারি নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেসিআর।