বঙ্গ নিউজঃ পুরনো পথেই আবার সক্রিয় হতে চলেছে বিচ্ছিন্নতাবাদী নিষিদ্ধ গোষ্ঠী এনএলএফটি৷ ত্রিপুরায় একের পর নাশকতা ও গণহত্যা ঘটিয়ে সংগঠনটি কুখ্যাত৷আসন্ন উপজাতি স্বশাসিত এলাকার নির্বাচনের আগে তাদের উপস্থিতি নিয়ে তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। উত্তর পূর্বাঞ্চল ভারতের এক সময়ের ত্রাস তথা ত্রিপুরার প্রথম সারির সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন৷গোয়েন্দা রিপোর্ট, ২০২০ সালে ত্রিপুরার উপজাতি এলাকা যা এডিসি নামে পরিচিত, সেখানকার নির্বাচনে ফের শক্তি জাহির করতে নামছে এনএলএফটি৷ ইতিমধ্যেই একাধিক এলাকা থেকে এসেছে টাকা সংগ্রহের নামে হুমকি দেওয়ার অভিযোগ। যদিও রিপোর্টে বলা হয়েছে, প্রতি এডিসি নির্বাচনেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি সক্রিয় হয়। এবারও সেই পরিস্থিতি৷রিপোর্টে আরও বলা হয়েছে, বাম জমানায় বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের টানা দু দশকের শাসনে রাজ্যে কোমর ভেঙে গিয়েছিল এনএলএফটি, এটিটিএফ (অল ত্রিপুরা টাইগার ফোর্স)-এর মতো গণহত্যায় জড়িত সংগঠনগুলির।