জেলা

দমদমের বীরপাড়ার এক আবাসনের গুদামে রাখা বাজি থেকে অগ্নিকান্ড

উত্তর ২৪ পরগণাঃ দমদমের বীরপাড়ায় একটি পাঁচতলা আবাসনের মেজানাইন ফ্লোর আগুন লাগে বৃহস্পতিবার বিকালে। সেখানে বাজি মজুত করা ছিল। মেজানাইন ফ্লোর থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একতলায় থাকা বাজির গুদামে। গুদামের ভিতর থেকে কানফাটা শব্দ আসতে থাকে। শব্দের জেরে কাঁপতে থাকে ওই ফ্ল্যাটের নিকটবর্তী বাড়িগুলিও। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন আশপাশের বাড়ির বাসিন্দারাও। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে যায় দমকলবাহিনী। দমকলের ছ’টি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনে বাজি রাখার ব্যাপারে পুলিশের কাছ থেকে কোনও অনুমতিই নেননি গুদামের মালিক। দমদম থানার পুলিশ এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করতে চলেছে।