মাঝ-সমুদ্রে বোল্ডারে ধাক্কা লেগে উল্টে গেল মত্স্যজীবীদের একটি ট্রলার। শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটল দিঘার কাছে। বাকিরা কোনওমতে সাঁতরে পাড়ে উঠতে পারলেও দীর্ঘক্ষণ নিখোঁজ ছিলেন একজন মত্স্যজীবী। শেষপর্যন্ত অবশ্য তাঁকে উদ্ধার করা গিয়েছে। দিন কয়েক আগে কৃপাময়ী ৪ নামে একটি ট্রলারে চেপে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ১১ জন মত্স্যজীবী। শুক্রবার সকালে যখন দিঘার মোহনা থেকে নন্দীগ্রামের দিকে ফিরছিলেন তাঁরা, তখনই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি ক্যানালের কাছে বোল্ডারের সঙ্গে ধাক্কা লাগে ট্রলারটির। আর তাতেই নিয়ন্ত্রণ হারান ট্রলারের চালক। মাঝ-সমুদ্রে উল্টে যায় ট্রলারটি। সমুদ্রে তলিয়ে যান ১১ জন মত্স্যজীবীই। তবে কোনওমতে সাঁতরে পাড়ে চলে আসেন ১০ জন। কিন্তু নির্মল দাস নামে এক মত্স্যজীবীর খোঁজ মিলছিল না। তাঁর খোঁজে প্রায় ঘণ্টা দুয়েক ধরে সমুদ্রে চলে তল্লাশি। শেষপর্যন্ত ওই মত্স্যজীবীরও খোঁজ মেলে। তাঁকে পাড়ে নিয়ে আসেন উদ্ধারকারীরা।