দেশ

দিল্লি বিমানবন্দরে সন্দেহজনক কালো ব্যাগ ঘিরে আতঙ্ক

নয়দিল্লিঃ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বেওয়ারিশ ব্যাগ থেকে মিলল বিস্ফোরক। রাত ১ টা নাগাদ ওই কালো রঙের ব্যাগটি সিআইএসএফের কনস্টেবল ভি কে সিংয়ের নজরে আসে। ৩ নম্বর টার্মিনালের অ্যারাইভাল কাউন্টারের ৪ নম্বর পিলারের কাছে পড়েছিল ব্যাগটা। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়। ব্যাগটিতে আরডিএক্স থাকা ইঙ্গিত পেয়ে পুলিশ কুকর আনা হয়। তারপরই বোম স্কোয়াডকে ডেকে আনা হয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বন্ধ করে দেওয়া যাত্রীও গাড়ি চলাচল। বোম স্কোয়াড এসে ব্যাগটির এক্ল রে পরীক্ষা করে। তাতেও বিস্ফোরক থাকার সম্ভাবনা ধরা পড়ে। ঘণ্টাখানেক পরে ব্যাগটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। সাড়ে তিনটে নাগাদ কাজকর্ম স্বাভাবিক হয়। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (বিমানবন্দর) সঞ্জয় ভাটিয়া বলেছেন, ‘‘ব্যাগটা খুঁজে পায় সিআইএসএফ। রাতের বেলা বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই ব্যাগ। আমাদের অনুমান ভিতরে বিস্ফোরক রয়েছে। রাতেই বিমানবন্দরের সব যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। গোটা বিমানবন্দর চত্বরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’’ শুক্রবার সকাল থেকে বোম আতঙ্ক ছড়িয়েছে রাজধানীর সর্বত্র। জাতীয় সড়কগুলিতে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। আগামী ২৪ ঘণ্টা বিমানবন্দর চত্বরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। বাস স্ট্যান্ডগুলিতে, রেল স্টেশনে, মেট্রো স্টেশনগুলিতেও নজরদারি চালানো হবে।