দেশ

দিল্লির রাজীব চকে অধীর চৌধুরীর গাড়ি আটকাল পুলিশ, হেঁটেই গেলেন সংসদে

নয়াদিল্লিঃ সংসদে যাওয়ার পথে হেনস্তার শিকার কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সংসদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে। পুলিশ বলে যে সাংসদের গাড়িতে যে স্টিকার সাঁটানো আছে তা অবৈধ। সংসদে ঢোকার আগে রাজীব চকে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। ফলে বাকি রাস্তা হেঁটে তাকে সংসদে পৌঁছতে হয়। এ নিয়ে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন তিনি। পুলিশ জানায়, গাড়ি সংসদে যেতে দেওয়া যাবে না। কারণ, ‘গাড়িতে সাঁটানো স্টিকার অবৈধ। ২০২০-র স্টিকার চাই।’ সেইসময় গাড়িতে সাংসদ অধীর চৌধুরী ছিলেন। তিনি জানান, ২০১৯ সালের ‘Valid MP’-র স্টিকারও লাগানো ছিল। লোকসভার নোটিফিকেশন রয়েছে, ‘২০১৯ সালের স্টিকার ৩১ মার্চ, ২০২০ অবধি বৈধ।’ ফলে সাংসদকে রাজীব চকে নেমে হেঁটে সংসদে পৌঁছতে হয়। এই ঘটনায় তীব্র অপমানিত হন সাংসদ অধীর চৌধুরী।