জ্যোর্তিময় দত্ত, পূর্ব মেদিনীপুরঃ আজ দিঘায় বিজনেস কলক্লেভ-এর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দীঘায় বাণিজ্যের জোয়ার আনতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই বাণিজ্য সম্মেলনটি চলবে ২দিন ব্যাপী। এদিন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অস্ট্রেলি়ায়, জাপান, ভুটান, সহ একাধিক দেশের রাষ্ট্রদূত রা এখানে আছেন। ২০ টা দেশের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। এছাড়া এই রাজ্যে একাধিক শিল্পপতি এখানে আছেন। তিনি এও বলেন, এই বছর আমরা সময় পেয়ে যাচ্ছি, কলকাতায় অনেক বড় কনভেনশন সেন্টার আছে। কিন্তু দীঘা আমরা বিজনেস কনভেনভেশ করছি এখানে সব রকমের যোগাযোগ আছে। ট্রেন, রাস্তা, বন্দরের মাধ্যমে যোগাযোগ করা যায়। আমরা দীঘায় অনেক উন্নতি করেছি। এখানে রাস্তার অনেক উন্নতি হয়েছে। আমরা ব্রিজ তৈরি করছি সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে জগন্নাথ মন্দির এর মতো মন্দির তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেশের বর্তমান অবস্থা কি ? আমাদের রাজ্য বাম শাসনের পর জিডিপি গ্রথ অনেক করেছে। দেশের তুলনায় আমাদের জিডিপি গ্রোথ অনেক ভালো। মানুষকে কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের থেকে অনেক এগিয়ে আছে বাংলা। আমরা একাধিক ক্ষেত্রে দেশের মধ্যে এক নম্বরে আছি। তারমধ্যে ১০০ দিনের কাজ অন্যতম।
হাসি মুখে ব্যবস্থা এটাই আমাদের অন্যতম লক্ষ্য। স্বস্তির সঙ্গে ব্যবসা এটাও আমাদের অন্যতম লক্ষ্য। বাংলা দেশের ব্যবসার লাইফলাইন। বাংলার ব্যবসার অনেক সুযোগ আছে। আমাদের নতুন সরকার আসার আগে, বাংলার অনেক উন্নতি হয়েছে। বর্তমানে দেশের মধ্যে বাংলা অন্যতম প্রধান জায়গা। এখানে পাহাড়, জঙ্গল, সমুদ্র সব আছে। আমরা মানুষের মধ্যে কোন বিভেদ করি না। এখানে বিভিন্ন ভাষার মানুষ থাকে আমরা কোন ভাবেই সেখানে বিভেদ করি না। বাংলাকে আপনারা আপনাদের বাড়ি মনে করবেন। এখানে। তাজপুরে সমুদ্র বন্দর খুব তাড়াতাড়ি চালু হবে। দীঘায় ১৭৫ টা হোটেল আছে। এখানে অনেক প্রশিক্ষিত শ্রমিক আছে জার জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ল্যান্ড পলিসি আছে। আইটি পলিসি, টি পলিসি আছে। পরিবহন সেক্টরে আমরা অনেক উন্নতি করেছি।
এখানে ব্যবসা করুন আমরা সব রকমের সহযোগিতা করবো।
এখানে আমরা পার্মানেন্ট হেলিপ্যাড এর ব্যবস্থা করেছি দীঘায়। আমরা চাই ইউরোপ এর দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হোক কলকাতার সঙ্গে। সেটা তাড়াতাড়ি হলে ভালো হয়। এর জন্য আমরা জ্বালানি ভর্তুকি দিয়ে থাকি। মালদা বালুরঘাটে আমরা খুব দ্রুত বিমান পরিষেবা চালু করতে চলেছি। মুুুখ্যমন্ত্রী জানান, ১৫ ও ১৬ ডিসেম্বর ২০২০ কলকাতায় হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।