দেশ

দীর্ঘ ২ বছর ধরে পাকিস্তানি মহিলা গুপ্তচরকে তথ্য পাচার করে গ্রেপ্তার ভারতীয় সেনা

দীর্ঘ ২ বছর ধরে সীমান্তের নিরাপত্তা সম্পর্কিত তথ্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাঠাচ্ছিলেন এক ভারতীয় সেনা। অবশেষে বুধবার যোধপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় ওই নিরাপত্তারক্ষীকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই সেনার সঙ্গে উঠে এসেছে আরও এক ভারতীয় সেনার নাম। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। ধৃত সেনা বিচিত্র বেহরা ওডিশার বাসিন্দা। জানা গিয়েছে, ওই দুই ভারতীয় সেনা রাজস্থানের পোখরান সীমান্তের নিরাপত্তরক্ষী ছিলেন। গ্রেপ্তার হওয়ার পরই ওই সেনাকে গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। তারপর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় জয়পুরে। শীঘ্রই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল উমেশ মিশ্র জানিয়েছেন, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক মহিলা গুপ্তচরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ওই ভারতীয় সেনার। সেখানে কপোপকথন চলে দীর্ঘদিন ধরে। তারপর থেকেই সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত খবর ভিডিও করে ওই পাকিস্তানি মহিলা এজেন্টকে পাঠাতে থাকেন বিচিত্র বেহরা নামে ওই নিরাপত্তারক্ষী। পরিবর্তে ওই মহিলার কাছ থেকে টাকাও নিয়েছেন বলে জানা গিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, প্রায় দু’‌বছর ধরে সিন্ধু সুদর্শন প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাচার করেছেন ওই সেনা।‌